যোগ কি? যোগ কাকে বলে? যোগের বৈশিষ্ট্য | গণিতের সূত্র পর্বঃ ০১

যোগ কি? যোগ কাকে বলে? গণিতের সূত্র

আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আলোচনা করা হবে যোগ কাকে বলে বা যোগ কি তার উপর। তবে চলুন, আলোচনা শুরু করা যাক।

যোগ কি?

ইংরেজি ভাষা Addition শব্দের বাংলা শব্দ হচ্ছে যোগ। যোগ সাধারণত (+) চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যোগ অংক পাটিগণিত শাখার মধ্যে অর্ন্তভুক্ত একটি বিষয়। যোগ অংকের মধ্যে সবচেয়ে সহজ এবং সরল বিষয় গুলোর মধ্যে একটি।

যোগ কাকে বলে?

যোগ কাকে বলে যদি এর সংজ্ঞা সহজ করে বলি তাহলে, দুই বা দুইয়ের অধিক সমান বা অসমান সংখ্যাকে যখন একত্র করে একটি সংখ্যায় পরিণত করা হয় তখন তাকে যোগ বলা হয়।

যোগের সূত্র

যোজ্য + যোজক = যোগফল।

যোজ্য

যে সংখ্যার সাথে যোগ হয় তাকে যোজ্য বলে।

যোজক

যে সংখ্যার দ্বারা যোগ করা হয় তাকে যোজক বলে।

যোগফল

যোগ করার পর যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে।

যোগের বৈশিষ্ট্য

আমরা এতক্ষণ জানলাম যোগ কাকে বলে এটি সম্পর্কে। কিন্তু আমরা কি জানি যে যোগের যে কিছু বৈশিষ্ট্য আছে? অনেকেই হয়ত জানি আবার অনেকেই হয়ত জানি না। তাহলে চলুন, জেনে নেই যোগের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে।

  • যোগ করার ক্ষেত্রে যদি যোজ্য কিংবা যোজক স্থান পরিবর্তন করে বসে তবে যোগফলের কোনো প্রকার পরিবর্তন হয় না। বরং যোগফল একই রকম হয়। যেমনঃ ২+৩= ৩+২।
  • যোগফল সব সময় যোজ্য এবং যোজক এর চেয়ে বড় হয়ে থাকে।
  • দুইটি পূর্ণ সংখ্যার যোগফল সব সময় একটি পূর্ণ সংখ্যাই হয়।
  • অনেক সময় যোজ্য আর যোজকের সমান হতে পারে এই যোগফল।

সর্বশেষে বলা যায়, যোগ করা কিংবা যোগ অংক বরাবরই সবার কাছেই সহজ এবং সরল। যোগ কাকে বলে এটি সম্পর্কে জেনে যেমন ছোট বেলার অনেক স্মৃতি মনে পরে তেমনি মনে পরে এর সহজবোধ্যতা। আর এই সহজবোধ্যতার জন্যই অংক বিষয়টি তে কাজ করতো আনন্দময় কিছু মূহুর্ত। 

  
সম্পাদনায়: ধ্রুব দাশ (সিইও) 
প্রযোজনা: Dhrubo Academy
অন্যান্য সহযোগিতায়:Google

Post a Comment