(PDF) পদার্থবিজ্ঞান ১ম পত্র গাণিতিক সমাধান

HSC Physics 1st Paper Mathematical Solutions PDF Download For Free From Dhrubo Academy

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ওয়েবসাইটে আপনাদের জানাই স্বাগতম। আপনারা যারা পদার্থ বিজ্ঞান ১ম পত্র একাদশ-দ্বাদশ, এইচএসসি ও আলিম শ্রেণির বইয়ের গাণিতিক সমাধান খুঁজছেন বা প্রয়োজন তারা নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে বইটির পিডিএফ কপি পড়তে ও ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ নিচে বই সম্পর্কে কিছু কথা তুলে ধরা হলো—

বই পরিচিতি :

Name পদার্থ বিজ্ঞান ১ম পত্র সমাধান
Writer Unknown
Publisher Unknown
Physics
1st Paper
Chapters
ভৌতজগৎ ও পরিমাপ,
ভেক্টর,
গতিবিদ্যা,
নিউটনীয় বলবিদ্যা,
কাজ, শক্তি ও ক্ষমতা,
মহাকর্ষ ও অভিকর্ষ,
পদার্থের গাঠনিক ধর্ম,
পর্যাবৃত্তিক গতি,
তরঙ্গ,
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
Edition Unknown
File Size Unknown

এ বইয়ের কিছু সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১ : O বিন্দু হতে একটি বুলেট ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করায় এটি A বিন্দুতে অবস্থিত একটি স্থির ক্রিকেট বলের মধ্যে প্রবেশ করে এবং একসঙ্গে মিলিত হয়ে AB তল বরাবর গতিশীল হয়। বুলেট ও ক্রিকেট বলের ভর যথাক্রমে 20 gm ও 150 gm। A বিন্দু বুলেটটির সর্বাধিক উচ্চতা নির্দেশ করে।

ক. তাৎক্ষণিক বেগ কী?
খ. নৌকার গুণটানা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বুলেটের সর্বাধিক উচ্চতা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সংঘর্ষটি কিরূপ? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।


সৃজনশীল প্রশ্ন  : রাজন 2 m দৈর্ঘ্যরে একটি স্প্রিংকে কোন দৃঢ় অবলম্বনের সাথে ঝুলিয়ে দিয়ে এর নিচে 100 gm ভর যুক্ত করল, এতে স্প্রিং এর দৈর্ঘ্য হলো 2.98 m। রাজন ভরটিকে একটু টেনে ছেড়ে দিল, এতে ভরসহ স্প্রিংটি বিনা বাধায় দুলতে লাগলো।

ক. স্প্রিং ধ্রুবক কাকে বলে?
খ. বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যেতে থাকলে অভিকর্ষজ ত্বরণের মান ক্রমাগত বাড়তে থাকে – ব্যাখ্যা কর।
গ. স্প্রিংটির কম্পাংক নির্ণয় কর।
ঘ. স্প্রিংকে কেটে অর্ধেক করে একই ভর যুক্ত করে ঝুলালে স্প্রিংয়ের, স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি পাবে কি না গাণিতিকভাবে উপস্থাপন কর।

বইটির পিডিএফ-টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন—

পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাণিতিক সমাধান

আমাদের সাইটের PDF বইগুলো বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। প্রকাশণীর অনুমতি ছাড়া আমরা কখনো নিজে PDF ফাইল তৈরি করিনা। বইগুলো যেহেতু সংগৃহীত তাই আমাদের উপর প্রকাশণীর কোন অভিযোগ গণ্য হবে না। সেক্ষেত্রে যে PDF ফাইল'টি তৈরি করেছে তার কাছে Claim করতে পারেন।

  
সম্পাদনায়: ধ্রুব দাশ (সিইও) 
প্রযোজনা: Dhrubo Academy
অন্যান্য সহযোগিতায়: Google, Dhrubo Creations

Post a Comment