আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আলোচনা করা হবে যোগ কাকে বলে বা যোগ কি তার উপর। তবে চলুন, আলোচনা শুরু করা যাক।
বিয়োগ অর্থ কি?
ইংরেজি ভাষা Subtraction Reckoning শব্দের বাংলা শব্দ হচ্ছে বিয়োগ। গানিতিক ভাবে বিয়োগ (–) অর্থ বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাকে বাদ দেওয়া বুঝায়।
এছাড়াও বিয়োগের আরও কিছু ইংরেজি আছে তা হলো, deduction; separation; break; breakage; estrangement; death; want; ইত্যাদি।
- বাদ দেওয়া।
- তুলনা করা।
- পার্থক্য করা।
বাদ দেওয়াঃ
তুলনা করাঃ
পার্থক্য করাঃ
বিয়োগ কাকে বলে?
বিয়োগ কাকে বলে যদি এর সংজ্ঞা সহজ করে বলি তাহলে, বিয়োগ হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া। বা বড় সংখ্যা সাথে ছোটো সংখ্যা তুলোনা করা বা পার্থক্য দেখানো।
বিয়োগের নিয়ম বা সূত্র
বিয়োগের একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে তা হলো:
- বিয়ােজন – বিয়োজ্য = বিয়োগফল।
- বিয়ােজন = বিয়ােগফল + বিয়ােজ্য
- বিয়ােজ্য = বিয়ােজন – বিয়ােগফল
বিয়োজনঃ
বিয়োজন হচ্ছে যার থেকে বিয়োগ করা হয়। ধরো একটি সংখ্যা (৫৬৪ – ১৮৭) এখানে বিয়োজন হচ্ছে ৫৬৪ কারণ ৫৬৪ সংখ্যা থেকে ১৮৭ সংখ্যাটি বিয়োগ করা হয়েছে।
Note: বিয়োজন কখনও বিয়োগজ্য অপেক্ষা ছোট হতে পারে না।
বিয়োজ্যঃ
যে সংখ্যা দ্বারা বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে।
(৪৫৬ – ২৩৫) এই সংখ্যাটির মাঝে ২৩৫ হচ্ছে বিয়োজ্য।
Note: বিয়োজ্য সবসময় বিয়োজন থেকে ছোট হয়।
বিয়োগফলঃ
সাধারনত বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকেই বিয়োগফল বলে।
(৪৫৬ – ২৩৫)=২২১ সংখ্যাটি মাঝে ২২১ সংখ্যাটি হলো বিয়োগফল।
আসা করি আপনারা আমাদের লেখাটি পড়ে বিয়োগ সম্পর্কে একটি পূর্ণ ধারনা আসছে।
বিয়োগ সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছে থাকলে আমাদের কমেন্ট করে আপনাদের প্রশ্নটি জানাবেন আমরা আপনার প্রশ্নের যথাযথ উওর দেওয়ার সবোর্চ চেষ্টা করবো।
সম্পাদনায়: ধ্রুব দাশ (সিইও)
প্রযোজনা: Dhrubo Academy
অন্যান্য সহযোগিতায়:Google