৪র্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান অধ্যায় ০৩ এর অনুশীলনী প্রশ্নোত্তর।
Table of Contents
মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ?
সমাধান : মাটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কারণ—
১. মাটি থেকেই আমরা গ্রত্যক্ষ ও পরোক্ষভাবে খাদ্য পাই।
২. মাটিই আমাদের আবাসস্থল।
৩. কৃষি কাজের জন্য মাটি প্রয়োজন ।
৪. গৃহ নির্মাণ সামগ্রী তৈরিতে মাটি প্রয়োজন ।
৫. আবর্জনা পচনের জন্য মাটি প্রয়োজন ।
Related Posts
কীভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি?
সমাধান :
ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য আমরা নিচের কাজগুলো করব—
১. মাটির সঠিক পুষ্টি বজায় রাখব ।
২. প্রয়োজনীয় পুষ্টি উপাদানযুত্ত সার প্রয়োগ করব ।
৩. ফসল আবর্তন পদ্ধতি অবলম্বন করব ।
৪. সঠিকভাবে গাছের যত্ন নিব ।
৫.. মাটিকে দুষণমু্ক্ত রাখব।
মাটি দূষণের কারণ কী?
সমাধান :
মাটি দূষণের কারণগুলো নিচে উল্লেখ করা হলো—
১. যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা।
২. কৃষিজমিতে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা।
৩. শিল্প-কারখানার বর্জ্য পদার্থ মাটিতে ফেলা ৷
৪. বন জঙ্গল ধ্বংস করা।
সকল বিষয়ভিত্তিক প্রশ্নের সমাধান খুব শীঘ্রই Update করা হবে তাই আমাদের সাথেই যুক্ত থাকুন।
সম্পাদনায়: ধ্রুব দাশ (সিইও)
প্রযোজনা: Dhrubo Academy
অন্যান্য সহযোগিতায়: Google, NCTB Books, DCL Ltd.
Copyright
Dhrubo Academy