মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? কীভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি? মাটি দূষণের কারণ কী?

মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? কীভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি? মাটি দূষণের কারণ কী?

৪র্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান অধ্যায় ০৩ এর অনুশীলনী প্রশ্নোত্তর।

Dhrubo Academy QnA
Table of Contents

মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ?

সমাধান : মাটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কারণ—
১. মাটি থেকেই আমরা গ্রত্যক্ষ ও পরোক্ষভাবে খাদ্য পাই।
২. মাটিই আমাদের আবাসস্থল।
৩. কৃষি কাজের জন্য মাটি প্রয়োজন ।
৪. গৃহ নির্মাণ সামগ্রী তৈরিতে মাটি প্রয়োজন ।
৫. আবর্জনা পচনের জন্য মাটি প্রয়োজন ।

Related Posts

কীভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি?

সমাধান : ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য আমরা নিচের কাজগুলো করব—
১. মাটির সঠিক পুষ্টি বজায় রাখব ।
২. প্রয়োজনীয় পুষ্টি উপাদানযুত্ত সার প্রয়োগ করব ।
৩. ফসল আবর্তন পদ্ধতি অবলম্বন করব ।
৪. সঠিকভাবে গাছের যত্ন নিব ।
৫.. মাটিকে দুষণমু্ক্ত রাখব।

মাটি দূষণের কারণ কী?

সমাধান : মাটি দূষণের কারণগুলো নিচে উল্লেখ করা হলো—
১. যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা।
২. কৃষিজমিতে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা।
৩. শিল্প-কারখানার বর্জ্য পদার্থ মাটিতে ফেলা ৷
৪. বন জঙ্গল ধ্বংস করা।

সকল বিষয়ভিত্তিক প্রশ্নের সমাধান খুব শীঘ্রই Update করা হবে তাই আমাদের সাথেই যুক্ত থাকুন।

  

সম্পাদনায়: ধ্রুব দাশ (সিইও) 
প্রযোজনা: Dhrubo Academy
অন্যান্য সহযোগিতায়: Google, NCTB Books, DCL Ltd.
To appreciate our works, consider keeping the credits in codes.We don't allow to rewrite this post in any manner.Don't copy this post, images or any part from this article without Permission, it is strictly prohibited.If you do so, Legal Actions will be taken.

Copyright

Dhrubo Academy

تعليق واحد

  1. غير معرف
    Thanks 😍😍