চতুর্থ শ্রেণি, প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় ৩: মাটি | BigganIQ

চতুর্থ শ্রেণির বিজ্ঞান: মাটি অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তরসহ বিস্তারিত আলোচনা।
চতুর্থ শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান - অধ্যায় : মাটি | BigganIQ

শ্রেণি: ৪র্থ বিষয়: বিজ্ঞান অধ্যায় ০২: মাটি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১. শূন্যস্থান পূরণ কর।

১) _____ হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ।
২) মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি _____ হয়।
৩) কম্পোস্ট একটি _____ সার।
উত্তর : ১) মাটি, ২) দূষিত, ৩) জৈব।

২. সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও।

১) মাটি দূষণের কারণ কী?
√ক) যেখানে সেখানে আবর্জনা ফেলা
খ) আবর্জনা কুড়ানো
গ) কম্পোস্ট ব্যবহার করা
ঘ) রিসাইকেল করা

২) কীভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়?
ক) জমিতে একই ফসল চাষ
√খ) ফসল আবর্তন
গ) জমিতে পানি দেওয়া
ঘ) কীটনাশক ছিটানো

Related Posts

৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

১) আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লেখ।
উত্তর: আমরা বিভিন্ন কাজে মাটি ব্যবহার করি। এরূপ পাঁচটি ব্যবহার হলো-
ক. বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য আমরা মাটি ব্যবহার করে থাকি।
খ. মাটিতে ফসল ও সবজি উৎপাদন করি।
গ. বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘরবাড়ি ও দালানকোঠা নির্মাণ করি।
ঘ. রান্নার হাঁড়ি-পাতিল, ফুলদানি, পাত্র ইত্যাদি তৈরিতে মাটি ব্যবহার করি।
ঙ. ইট বা কনক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতে মাটি ব্যবহৃত হয়।
২) উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন?
উত্তর: উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি, সূর্যের আলো, পুষ্টি উপাদান ইত্যাদি প্রয়োজন।
৩) মাটির উর্বরতা বজায় রাখার উপায় কী কী?
উত্তর: মাটির উর্বরতা বজায় রাখার উপায় হলো মাটিতে সার প্রয়োগ ও ফসল আবর্তন করা।

৪. বর্ণনামূলক প্রশ্ন :

১) কীভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা কর।
উত্তর: দৈনন্দিন জীবনে কিছু কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি।
আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে মাটি দূষিত হয়। তবে আমরা নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে মাটি দূষণ রোধ করতে পারি-
ক. নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা।
খ. জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনঃব্যবহার এবং রিসাইকেল করা।
গ. জমিতে জৈব সার যেমন- কম্পোস্ট ব্যবহার করা।

২) জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা কর।
উত্তর: জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হলো মাটি।
পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হলো মাটি। এই মাটি হচ্ছে জীব তথা উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায় এবং মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে। প্রাণী এই উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ বেঁচে থাকার জন্য মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে। বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘরবাড়ি ও দালানকোঠা নির্মাণ করে। তাছাড়া বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়। ময়লা-আবর্জনা ফেলার স্থান হিসাবেও মাটি ব্যবহৃত হয়। আর এসব কারণেই জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ।

৩) মাটি কীভাবে সংরক্ষণ করা যায়?
উত্তর: মাটির ক্ষয় রোধ করে মাটি সংরক্ষণ করা যায়।
মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। বায়ুপ্রবাহ বা অতি বৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়। এর ফলে জমি উর্বরতা হারায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়। উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে। তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধের মাধ্যমে মাটি সংরক্ষণ করা যায়।

৫. বামপাশের শব্দের সাথে ডানপাশের শব্দের মিল কর।

মাটি দূষণের কারণ ফসল আবর্তন
মাটি দূষণ রোধ প্রকৃতির ধ্বংস সাধন
মাটির উর্বরতা যেখানে সেখানে আবর্জনা ফেলা
মাটি দূষণের ফলাফল নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা
উত্তর:
মাটি দূষণের কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা।
মাটি দূষণ রোধ নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা।
মাটির উর্বরতা ফসল আবর্তন।
মাটি দূষণের ফলাফল প্রকৃতির ধ্বংস সাধন।

সকল বিষয়ভিত্তিক প্রশ্নের সমাধান খুব শীঘ্রই Update করা হবে তাই আমাদের সাথেই যুক্ত থাকুন।


To appreciate our works, consider keeping the credits in codes.We don't allow to rewrite this post in any manner.Don't copy this post, images or any part from this article without Permission, it is strictly prohibited.If you do so, Legal Actions will be taken.

Copyright

BigganIQ

إرسال تعليق