শ্রেণি: ৪র্থ বিষয়: বিজ্ঞান অধ্যায় ০২: উদ্ভিদ ও প্রাণী অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. শূন্যস্থান পূরণ কর।
১) পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটিই তার _____।
২) উদ্ভিদ এবং প্রাণী _____ বিভিন্ন স্থানে বাস করে।
৩) ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো _____।
৪) লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো _____।
৫) উট তার পিঠের কুঁজে _____ জমিয়ে রাখে।
উত্তর : ১) আবাসস্থল, ২) পরিবেশের, ৩) বন, ৪) সমুদ্র, ৫) চর্বি।
২. সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও।
১) তিমি কোথায় বাস করে?
ক) নদী √খ) সমুদ্র
গ) মরুভ‚মি ঘ) বনভ‚মি
২) মেরু ভালুকের দেহের ঘন পশম তাকে কীভাবে সাহায্য করে?
ক) গরম থেকে বাঁচতে
খ) কিছু প্রাণীকে দূরে সরিয়ে রাখতে
√গ) ঠাণ্ডা থেকে বাঁচতে
ঘ) সাঁতার কাটতে
৩) কোনটি বিলুপ্ত প্রাণী?
√ক) ডোডো পাখি খ) রয়েল বেঙ্গল
টাইগার
গ) ঘুঘু ঘ) মেরু ভালক
Related Posts
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
১) উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ৩টি পার্থক্য লেখ।
উত্তর: উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ৩টি পার্থক্য হলো
| উদ্ভিদ | প্রাণী |
|---|---|
| ১) উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। | ১) প্রাণী খাদ্যের জন্য অন্যান্য প্রাণী ও উদ্ভিদের উপর নির্ভরশীল। |
| ২) এরা চলাচল করতে পারে না। | ২) এরা চলাচল করতে পারে। |
| ৩) এদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে। | ৩) এদের দেহে হাত, পা, মাথা, ডানা বা পাখনা থাকে। |
২) কী কী কারণে পরিবেশের পরিবর্তন হয়?
উত্তর: ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণ এবং মানুষের
কার্যকলাপের জন্য পরিবেশের পরিবর্তন হয়।
৩) প্রাণীর ৪টি আবাসস্থলের নাম লেখ।
উত্তর: প্রাণীর চারটি আবাসস্থল হলো –
ক. মাটির গর্ত বা মাটির নিচ।
খ. ঝোপঝাড় বা ঘন বন-জঙ্গল।
গ. গাছের ডাল বা কোটর।
ঘ. মাটি ও পানি উভয় স্থান।
৪. বর্ণনামূলক প্রশ্ন :
১) ক্যাকটাস কীভাবে মরুভ‚মিতে টিকে থাকে?
উত্তর: ক্যাকটাসের বহিরাবরণ মসৃণ থাকে বলে এর ভেতরের পানি বাইরে আসতে
পারে না। ফলে এ উদ্ভিদ মরুভ‚মিতে টিকে থাকতে পারে।
মরুভ‚মি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে। সেখানে
বৃষ্টিপাত হয় না বললেই চলে। মরুভ‚মিতে কিছু কাঁটাজাতীয় উদ্ভিদ জন্মে। এ সকল
উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো এবং বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে
সাহায্য করে। ক্যাকটাস হলো কাঁটাজাতীয় উদ্ভিদ যার পাতা রসালো এবং বহিরাবরণ
মসৃণ। তাই এর দেহ থেকে পানি বের হতে পারে না। ফলে মরুভ‚মিতে বৃষ্টি না হওয়া
সত্তে¡ও ক্যাকটাস বেঁচে থাকতে পারে।
২) উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়?
উত্তর: পরিবেশের পরিবর্তনের কারণে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস
হয়। ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়।
প্রাকৃতিক ও মানুষের কারণে পরিবেশ দূষিত হয়। ঝড়, বন্যা এবং খরার মতো
প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয়। মানুষের বিভিন্ন রকম কার্যকলাপের
কারণে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন- মাটি, পানি ও বায়ু দূষিত হয়। ফলে
পরিবেশের জৈবিক উপাদানের উপর বিরূপ প্রভাব পড়ে, জীবের আবাসস্থল ধ্বংস হয়,
খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে। ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়। যেমন- ডোডো পাখি
এবং তাসমেনিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে।
৩) পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কী?
উত্তর: পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী।
মেরু অঞ্চলের বৈশিষ্ট্য হলো –
ক. এই অঞ্চল পৃথিবীর উত্তর ও দক্ষিণে অবস্থিত।
খ. এই অঞ্চল ঠাণ্ডা এবং বরফে আচ্ছাদিত।
গ. এখানে কিছু ঘাস এবং পাইন-জাতীয় উদ্ভিদ জন্মে।
ঘ. পুরু চামড়ার এবং পশমে ঢাকা বিশেষ কিছু প্রাণী এখানে বসবাস করে।
৫. বামপাশের শব্দের সাথে ডানপাশের শব্দের মিল কর।
| তিমি | মরুভূমি |
| কচুরিপানা | বন |
| গিরগিটি | পুকুর |
| বানর | সমুদ্র |
উত্তর:
| তিমি | সমুদ্র |
| কচুরিপানা | পুকুর |
| গিরগিটি | মরুভূমি |
| বানর | বন |
সকল বিষয়ভিত্তিক প্রশ্নের সমাধান খুব শীঘ্রই Update করা হবে তাই আমাদের সাথেই যুক্ত থাকুন।
সম্পাদনায়: ধ্রুব দাশ (সিইও)
প্রযোজনা: BigganIQ
অন্যান্য সহযোগিতায়: Google, NCTB Books, DCL Ltd.
To appreciate our works, consider keeping the credits in codes.We don't
allow to rewrite this post in any manner.Don't copy this post, images or any part from this article without
Permission, it is strictly prohibited.If you do so, Legal Actions will be
taken.
Copyright
Biggan TubeBigganIQ