পদার্থ বিজ্ঞান ড. শাহজাহান তপন স্যার একাদশ-দ্বাদশ, এইচএসসি ও আলিম শ্রেণির বই PDF Download
বাজারে প্রচলিত অন্যান্য পদার্থ বিজ্ঞানের অন্যান্য বইগুলোর থেকে ড. শাহজাহান তপনের এই বইটির ভাষা ছাত্রদের জন্য সবচেয়ে সহজবোধ্য।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ওয়েবসাইটে তোমাদের জানাই স্বাগতম। আপনারা যারা
ড. শাহাজাহান তপন স্যারের পদার্থ বিজ্ঞান ১ম ও ২য়
পত্র একাদশ-দ্বাদশ, এইচএসসি ও আলিম শ্রেণির বই খুঁজছেন বা প্রয়োজন তারা নিচের
ডাউনলোড বাটনে
ক্লিক করে বইটির পিডিএফ কপি পড়তে ও ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ নিচে বই
সম্পর্কে কিছু কথা তুলে ধরা হলো—
বই পরিচিতি :
Name
পদার্থ বিজ্ঞান ১ম ও ২য় পত্র
Writer
ড. শাহজাহান তপন
Publisher
হাসান বুক হাউস
Physics 1st Paper
Chapters
ভৌতজগৎ ও পরিমাপ, ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয়
বলবিদ্যা, কাজ, শক্তি ও ক্ষমতা, মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থের
গাঠনিক ধর্ম, পর্যাবৃত্তিক গতি, তরঙ্গ, আদর্শ গ্যাস ও
গ্যাসের গতিতত্ত্ব
Physics 2nd Paper
Chapters
তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চল তড়িৎ, তড়িৎ প্রবাহের
চৌম্বক, তাড়িতচৌম্বকীয় আবেশ ও
পরিবর্তী প্রবাহ, জ্যামিতিক আলোকবিজ্ঞান, ভৌত আলোকবিজ্ঞান, আধুনিক
পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল ও
নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
Edition
Revised New Edition 2023
File Size
Unknown
বই সম্পর্কে :
যদি প্রশ্ন করা হয়, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে
কার্যকরী বই কোনগুলো? তাহলে প্রথমেই চলে আসে ড. শাহজাহান তপন (প্রয়াত)
স্যারের বইগুলোর নাম। বিশেষ করে তার লেখা উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান বইটি
সারা বাংলাদেশ ব্যাপী ভীষণ জনপ্রিয়।
বাজারে প্রচলিত অন্যান্য পদার্থ বিজ্ঞানের অন্যান্য বইগুলোর থেকে ড. শাহজাহান
তপনের এই বইটির ভাষা ছাত্রদের জন্য সবচেয়ে সহজবোধ্য। এই বইটির লেখন পদ্ধতি এবং
কঠিন বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের ধরন বইটিকে সকল শিক্ষার্থীদের মাঝে সমান
জনপ্রিয় করে তুলেছে।
এ বইয়ের কিছু সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : O বিন্দু হতে একটি বুলেট ভূমির সাথে তির্যকভাবে
নিক্ষেপ করায় এটি A বিন্দুতে অবস্থিত একটি স্থির ক্রিকেট বলের মধ্যে প্রবেশ
করে এবং একসঙ্গে মিলিত হয়ে AB তল বরাবর গতিশীল হয়। বুলেট ও ক্রিকেট বলের ভর
যথাক্রমে 20 gm ও 150 gm। A বিন্দু বুলেটটির সর্বাধিক উচ্চতা নির্দেশ
করে।
সৃজনশীল প্রশ্ন ২ : ভূ-পৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় অনুভূমিকভাবে
একটি উড়োজাহাজ চলছিল। হঠাৎ উড়োজাহাজের উচ্চতা মাপক যন্ত্রটি নষ্ট হওয়ায় পাইলট
বিকল্পভাবে উচ্চতা নির্ণয়ের জন্য স্প্রিং নিক্তির সাহায্যে 1 kg ভরের একটি
বাটখারা মেপে 9.70 N ওজন পেলেন। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং অভিকর্ষজ
ত্বরণ g = 9.8 m s-2|।
ক. মহাকর্ষীয় বিভব কি?
খ. বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে অভিকর্ষীয় ত্বরণের মান বৃদ্ধি
পায় ব্যাখ্যা কর।
গ. উড়োজাহাজটি কত উচ্চতায় চলছিল?
ঘ. উক্ত স্থানে উড়োজাহাজটি কত বেগে গতিশীল হলে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে।
গাণিতিকভাবে যাচাই কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : রাজন 2 m দৈর্ঘ্যরে একটি স্প্রিংকে কোন দৃঢ়
অবলম্বনের সাথে ঝুলিয়ে দিয়ে এর নিচে 100 gm ভর যুক্ত করল, এতে স্প্রিং এর
দৈর্ঘ্য হলো 2.98 m। রাজন ভরটিকে একটু টেনে ছেড়ে দিল, এতে ভরসহ স্প্রিংটি
বিনা বাধায় দুলতে লাগলো।
ক. স্প্রিং ধ্রুবক কাকে বলে?
খ. বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যেতে থাকলে অভিকর্ষজ ত্বরণের মান
ক্রমাগত বাড়তে থাকে – ব্যাখ্যা কর।
গ. স্প্রিংটির কম্পাংক নির্ণয় কর।
ঘ. স্প্রিংকে কেটে অর্ধেক করে একই ভর যুক্ত করে ঝুলালে স্প্রিংয়ের, স্প্রিং
ধ্রুবকের মান বৃদ্ধি পাবে কি না গাণিতিকভাবে উপস্থাপন কর।
শুধু উচ্চ মাধ্যমিকই না, বরং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছো, তাদের
জন্যও এই বইটি অনেক উপযোগি। বইটিতে পদার্থ বিজ্ঞানের ত্বত্ত ও সূত্রসমূহ খুবই
সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তুলানমূলক গুরুত্বপূর্ণ টপিকগুলোর
ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে।
বইগুলোর পিডিএফ গুলো ডাউনলোড করতে নিচের
ডাউনলোড বাটনে ক্লিক করুন—
পদার্থ বিজ্ঞান ১ম পত্রড.শাহজাহান তপন
পদার্থ বিজ্ঞান ২য় পত্রড.শাহজাহান তপন
আমাদের সাইটের PDF বইগুলো বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। প্রকাশণীর অনুমতি ছাড়া
আমরা কখনো নিজে PDF ফাইল তৈরি করিনা। বইগুলো যেহেতু সংগৃহীত তাই আমাদের উপর
প্রকাশণীর কোন অভিযোগ গণ্য হবে না। সেক্ষেত্রে যে PDF ফাইল'টি তৈরি করেছে তার
কাছে Claim করতে পারেন।
সম্পাদনায়: ধ্রুব দাশ (সিইও) প্রযোজনা:Dhrubo Academy অন্যান্য সহযোগিতায়: Google, Courstika
تعليقان (2)
غير معرف
Tnx
غير معرف
Tnx
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.